৭৪তম কান চলচ্চিত্র উৎসবের ‘আন সার্টেন রিগার্ড’ (আঁ সাহত রিগা) ক্যাটাগরিতে এবার নির্বাচিত হয়েছিল বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। তবে শেষমেশ কোনো পুরস্কার পায়নি আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত এবং আজমেরী হক বাঁধন অভিনীত সিনেমাটি। এটি ছাড়াও আরো ১৭টি চলচ্চিত্র এই বিভাগে মনোনয়ন পেয়েছিল। শুক্রবারে (১৬ জুলাই) জানা গেলো, পুরস্কার পেয়েছে ছয়টি সিনেমা।
‘আন সার্টেন রিগার্ড’ বিভাগে ‘গ্র্যান্ড প্রাইজ’ পেয়েছে রুশ পরিচালক কিরা কোভালেনকার ‘আনক্লেনচিং দ্য ফিস্টস’ সিনেমা। ‘জুরি প্রাইজ’ পেয়েছে অস্ট্রিয়ান চলচ্চিত্র পরিচালক সেবাশ্চিয়ান মাইসের ‘গ্রেট ফ্রিডম’। ‘আনসাম্বল প্রাইজ’ পেয়েছে তিউনেশীয়-ফরাসি চলচ্চিত্র নির্মাতা হাফসিয়া হার্জি পরিচালিত সিনেমা—‘বন মিয়ের’। ‘প্রাইজ অব কারেজ’ অর্জন করেছে ‘লা সিভিল’ সিনেমা। বেলজীয়-রোমানীয় পরিচালক তেওদোরা আনা মিহাই এর পরিচালক। আইসল্যান্ডের সিনেমা ‘ল্যাম’ পেয়েছে ‘প্রাইজ অব অরিজিনালিটি’। এটির পরিচালক ভ্লাদিমির জনসন। আর ‘স্পেশাল মেনশন’ পুরস্কার পেয়েছে মেক্সিকোর সিনেমা ‘নচে দে ফুয়েগো’ (প্রেয়ার্স ফর দ্য স্টোলেন)। ছবিটির পরিচালক তাতিয়ানা হুয়েজো।
বাংলা সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ পুরস্কার না পেলেও আকাশচুম্বি প্রশংসা কুড়িয়েছে কান উৎসবে। উৎসবে এই সিনেমা দেখা শেষে দর্শক-সমালোচকেরা দাঁড়িয়ে অভিবাদনও জানিয়েছে। এই সিনেমার অর্জন বিরল। নতুন ইতিহাস গড়েছে এটি। এর আগে একাধিকবার বাংলাদেশের চলচ্চিত্র কান উৎসবে গেছে, যেমন- তারেক মাসুদের ‘মাটির ময়না’। তবে কখনোই বাংলাদেশি কোনো সিনেমা কান উৎসবের মূল ক্যাটাগরিতে সরাসরি অংশগ্রহণের সুযোগ পায়নি। সেদিক থেকে ‘রেহানা মরিয়ম নূর’ রেকর্ড গড়েছে।
রেহানা মরিয়ম নূর নামে একজন সহকারী অধ্যাপকের জীবন সংগ্রামের গল্পই সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে। সেই প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। এছাড়াও এই ছবিতে রয়েছেন আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ণ, ইয়াছির আল হক, সাবেরী আলম প্রমুখ। ছবিটির সিনেমাটোগ্রাফি করেছেন তুহিন তমিজুল, প্রোডাকশন ডিজাইন করেছেন আলী আফজাল উজ্জ্বল এবং সাউন্ড ডিজাইনে ছিলেন শৈব তালুকদার। ছবিটি সহ-প্রযোজনা করেছে সেন্সমেকারস প্রোডাকশন। সিনেমার চিত্রনাট্য করেছেন সাদ নিজেই।