তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের মেয়ে আল্লু আরহা পা রাখতে চলেছে সিনেমা জগতে। অভিনেত্রী সামান্থা আক্কিনেনির পরবর্তী সিনেমা ‘শকুন্তলাম’ ছবিতে অভিনয় করবেন আরহা।
১৫ জুলাই আল্লু তার ইনস্টাগ্রাম প্রোফাইলে মেয়ের ছবি শেয়ার করে নিজেই জানিয়েছেন এই খবর। শিরোনামে তিনি লেখেন, এটি আল্লু পরিবারের জন্য খুবই গর্বের বিষয়। পরিবারের চতুর্থ প্রজন্ম হিসেবে সিনেমা জগতে আরহা ‘শকুন্তলাম’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করতে চলেছে।
এছাড়া আল্লু সিনেমার নির্মাতা গুণাশেখর ও তার মেয়ে নীলিমা গুণাকে ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘আমার মেয়েকে আত্মপ্রকাশ করার জন্য এই সুন্দর সিনেমা উপহার দেয়ায় আমি গুণশেখর গারু এবং নীলিমা গারুকে ধন্যবাদ জানাতে চাই। সামান্থার সঙ্গে আমার পুরোপুরি আলাদা জার্নি ছিল এবং আরহা তার সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করছে দেখে খুবই খুশি। আমি শকুন্তলামের পুরো কাস্ট এবং ক্রুকে শুভেচ্ছা জানাই।’
এই সিনেমাটি সংস্কৃত ভাষার ‘অভিযানা শকুন্তলাম’ নাটক অবলম্বনে তৈরি হচ্ছে। রাজা দুষ্মন্ত ও শকুন্তলার প্রেম কাহিনি এতে উঠে আসবে।