আজ থেকে ১০ বছর আগে ২০১১ সালের ১৫ জুলাই মুক্তি পেয়েছিল জোয়া আখতার পরিচালিত সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা’। সিনেমাটি বেশ সাফল্য পেয়েছিল।
১০ বছর পূর্তিতে এই ছবির সিক্যুয়াল নির্মাণ করার ঘোষণা দিলেন পরিচালক। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে এই সিনেমার সেই আকাশী রঙের ভিন্টেজ গাড়িটির ছবি পোস্ট করেছেন জোয়া। যে গাড়ি করে স্পেন ভ্রমণে বেরিয়েছিল হৃতিক-ফারহান-অভয়রা। ছবির শিরোনামে জোয়া লিখেছেন, ‘গাড়িটাকে আবার একবার বের করে আনার সময় হয়ে এসেছে।’ সেই সঙ্গে এই ছবির কলাকুশলীর দল যে তার ফিল্মি জীবনের দেখা সেরা টিম, সে কথাও উল্লেখ করতে ভুলেননি জোয়া।
বলিউড হাঙ্গামার খবর, এই ছবির সিক্যুয়াল তৈরির কথা প্রায় পাকা। অভিনয়ে থাকছেন বলিউডের প্রথম সারীর তারকারা। এই সিনেমায় অভিনয় করার কথা রয়েছে আলিয়া ভাটের। সেই সঙ্গে বদলে যাবে পরিচালকও। জোয়ার আসনে বসতে চলেছেন ফারহান আখতার। ইতিমধ্যেই ছবির গল্প ও চিত্রানাট্যের কাজ প্রায়ই শেষ করে ফেলেছেন জোয়া ও ফারহান। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর শুটিং শুরু হতে পারে।