সৃজিত মূখার্জির ওয়েব সিরিজে বাঁধন

ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জির হাত ধরে এবার টলিউডে অভিষেক হলো বর্তমানের আলোচিত চিত্রনায়িকা আজমেরী হক বাঁধনের। রহস্য ঘেরা ওয়েব সিরিজটির নাম ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি’। ১৫ জুলাই এই সিরিজটির টিজার প্রকাশিত হয়েছে। এই সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করছেন বাঁধন। মুসকান জুবেরি নামক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বাঁধনকে।

গল্পটিতে দেখা যাবে, বাংলাদেশের সুন্দরপুরের এক খ্যাতনামা রেস্তোরাঁ ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি’। কিন্তু এই রেস্তোরাঁটি কেনোইবা এতো জনপ্রিয় এর রহস্য জানতে হাজির হন সাংবাদিক নিরুপম চন্দ। রেস্তোরাঁটির মালিক মুসকান জুবেরিকে নিয়ে নানা প্রশ্ন জাগে সাংবাদিক নিরুপমের মনে। এভাবেই এগিয়ে যাবে সিরিজটি।

এটি সৃজিতের দ্বিতীয় ওয়েব সিরিজ। বাংলাদেশের জনপ্রিয় লেখক মোহাম্মদ নাজিম উদ্দীনের একই নামের উপন্যাস অবলম্বনে এই ওয়েব সিরিজটি বানিয়েছেন পরিচালক সৃজিত।

আজমেরী হক বাঁধন ছাড়াও এতে অভিনয়ে আরো আছেন রাহুল বোস, অনির্বাণ ভট্টাচার্য ও অনির্বাণ চক্রবর্তী। আগামী ১৩ই আগস্ট অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম ‘হইচই’তে শুরু হবে এই সিরিজ।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন