সিনেমা হল বানাতে আহ্বান জানালেন টিল্ডা সুইন্টন

চলচ্চিত্র ইন্ডাস্ট্রির প্রতি নিজেদের দায়বদ্ধতার প্রমাণ দিতে দুনিয়াজুড়ে সিনেমা হল গড়ে তোলার জন্য স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন অস্কারজয়ী স্কটিশ অভিনেত্রী টিল্ডা সুইন্টন।

হলিউড সংবাদমাধ্যম ভ্যারাইটির খবর, চলমান কান চলচ্চিত্র উৎসবে ‘উইমেন ইন মোশন’ শীর্ষক এক আলোচনা সভায় অংশ নিয়ে বছর কয়েক আগে বাংলাদেশ ঘুরে যাওয়া ৬০ বছর বয়সী এই খ্যাতিমান অভিনেত্রী বলেন, ‘আমি চাই তারা যেন তাদের সাধ্যমতো পৃথিবীর প্রতিটি গ্রামে সিনেমা হল গড়ে তোলার মাধ্যমে সেখানকার লোকজনকে চলচ্চিত্র দেখার জলজ্যান্ত অভিজ্ঞতা এনে দেন।’

এবছর চলতি কান উৎসবে এই অভিনেত্রীর পাঁচটি চলচ্চিত্রের প্রিমিয়ার হচ্ছে। এর মধ্যে রয়েছে আলোচিত ‘দ্য ফ্রেঞ্চ ডিসপ্যাচ’ও।

তিনি আরো বলেন, ‘আমরা এমন এক অন্ধকার সময়ে দিন কাটাচ্ছি, যেখানে চলচ্চিত্রের ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠার শেষ নেই।’ অভিনেত্রী এই উৎসবে লৈঙ্গিক সমঅধিকার নিয়েও কথা বলেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন