শত বাঁধা পেরিয়ে তবে কি শুরু হতে যাচ্ছে গাঙ্গুবাঈ কাঠওয়াড়ী ছবির শুটিং!

সঞ্জয়লীলা বানসালী পরিচালিত ‘গাঙ্গুবাঈ কাঠওয়াড়ী ‘ বেশ কিছুদিন আগে ছবিটির টিজার প্রকাশিত হয় । তারপর থেকেই বলিউড পাড়ায় আলোড়ন সৃষ্টি করে ছবিটির ট্রেইলার। ট্রেইলার প্রকাশ হওয়ার পর থেকেই নেটিজনদের প্রশংসা কুড়িয়ে নিতে থাকেন পরিচালক সহ অভিনেত্রী ‘আলিয়া ভাট’ এই সিনেমায় আলিয়াকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

গত সপ্তাহে ছবির পরিচালক সঞ্জয়লীলা বানসালীর করোনা পজিটিভ ধরা পরে। এরপরে বন্ধ ঘোষণা করে দেওয়া হয় শুটিংয়ের বাকি কার্যক্রম। আলিয়া ভাট তার পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের কথা মতো নিজেও করোনা টেস্ট করিয়েছিলেন তবে তার ফলাফল নেগেটিভ আসে।
বলিউড নিউজ থেকে জানা যায়, মার্চের শেষ থেকেই এই ছবির বাকি কাজ শুরু করার পরিকল্পনা হচ্ছে । পরিস্থিতি স্বাভাবিক হলে গুছিয়ে আবার শুরু করা হবে। এই ছবির অভিনেতা রণবীর কাপূর এবং মনোজ বাজপাইও করোনা আক্রান্ত হয়েছেন। তবে বর্তমানে তারা আগের তুলনায় সুস্থ আছেন। খুব শীঘ্রই তারা কাজে ফিরবেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন