জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন ছোটপর্দা থেকে শুরু করে বড় পর্দাতেও সফল একজন তারকা। এবার এই নায়ককে দেখা যাবে রংবাজের ভূমিকায়। তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী নাবিলা ইসলাম।
অনলাইন নিউজ পোর্টাল রাইজিং বিডির খবর, সুস্ময় সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাঈনুল হাসান খোকন। ঈদে একই নির্মাতার ‘শান্ত কেন অশান্ত’ শিরোনামের আরেকটি নাটকেও দেখা যাবে এই অভিনেতাকে।
নাটক ছাড়াও মিলনের হাতে একাধিক সিনেমার কাজ রয়েছে। ‘গাঙচিল’ এর মধ্যে উল্লেখযোগ্য। নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন ইমু। এছাড়া ‘শরৎচদ্র কাঠগড়ায়’, ‘পাপ কাহিনি’সহ বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই তারকা।
‘পোড়া মন’, ‘দেহরক্ষী’, ‘অনেক সাধের ময়না’সহ বেশকিছু সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে মিলন তার অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন।