বাংলাদেশের দেবাশীষ মজুমদার পরিচালিত ‘লিমিট : লাইফ ইন লকডাউন আন্ডার করোনাভাইরাস’ তথ্যচিত্রটি জাতিসংঘের ‘এসডিজিএস ইন একশন ফিল্ম ফেস্টিভাল ২০২১’-এ পুরস্কৃত হয়েছে। উৎসবের ‘রিবিল্ডিং কমিউনিটিস ফ্রম কোভিড-১৯’ ক্যাটাগরিতে ছবিটি বিজয়ী হয়েছে।
লিমিটের সিনেমাটোগ্রাফার শিহাব গহীন ফেসবুকে জানিয়েছেন, আজ ১৩ জুলাই রাত ৯টায় ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে উৎসব আয়োজকেরা। আর ঘোষণাটি দেবেন এমি অ্যাওয়ার্ডজয়ী চলচ্চিত্র নির্মাতা লিসা রাসেল। ভার্চুয়ালি পুরস্কার হাতে তুলে দেবেন প্রখ্যাত চলচ্চিত্রকার জেমস ক্যামেরন এবং বিখ্যাত বলিউড অভিনেতা ও চলচ্চিত্রকার জর্জ ক্লুনি। অনুষ্ঠানে আরো সংযুক্ত হবেন বলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও, এন্টনিও ব্যান্ডারাস, প্রখ্যাত সমাজকর্মী ও বক্তা গ্রেটা থানবার্গ, চলচ্চিত্রকার কুইন্টন ডি টারান্টিনো, পেদ্রো আলমাদোভার প্রমুখ।
ইমেইলের মাধ্যমে উৎসব কর্তৃপক্ষ তাদের পুরস্কারের বিষয়ে নিশ্চিত করেছে বলে থ্রিসিক্সটি বিনোদনকে জানিয়েছেন শিহাব গহীন।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিভাগের সমন্বয়ে ‘এসডিজি ইন অ্যাকশন ফিল্ম ফেস্টিভাল’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার আয়োজন করা হয়। এটি জাতিসংঘের ‘ডিভিশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল্স’ প্রকল্পের একটি উদ্যোগ। প্রতিযোগিতায় বিশ্বের চলচ্চিত্র নির্মাতারা সর্বোচ্চ ২০ মিনিটের চলচ্চিত্র জমা দিতে পারেন। প্রতিযোগিতার তিনটি বিভাগের একটিতে এবছর বাংলাদেশের ‘লিমিট’ বিজয়ী হলো।