ইরফান পুত্র বাবিল ধর্মে বিশ্বাসী নন

প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খানের ধর্ম জানতে চেয়ে প্রশ্ন করেছিলেন একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী। এর জবাবে বাবিল বলেন, তিনি নির্দিষ্ট কোনো ধর্মের অনুসারী নন এবং তিনি সবার জন্য।

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে মন্তব্যটির স্ক্রিনশট শেয়ার করেন বাবিল, যেখানে এক ব্যক্তি লিখেছেন ‘ভাই তুমি কি আসলেই মুসলিম?’ জবাবে বাবিল লিখেছেন, ‘আমি কোনো ধর্মের নই, আমি বাবিল।’

ইরফান পুত্র আরো লেখেন, ‘আমি বাইবেল, কুরআন, ভগবদ গীতা পড়েছি এবং এই মুহূর্তে গ্রন্থ সাহিব পড়ছি। আমি সবার জন্য। আমরা কিভাবে একে অপরের বিকাশ ঘটাতে সাহায্য করবো সেটাই সকল ধর্মের মূল বিষয়।’

ইরফান ‘কোনো ধর্ম ছাড়াই বেড়ে ওঠা’ নিয়ে কথা বলেছিলেন। ইনস্টাগ্রাম লিখেছিলেন, ‘আমি হোলি, দিওয়ালি, রক্ষাবন্ধন ও ঈদের উৎসবও পালন করেছি, আমি গীর্জায় গিয়েও নিজের শ্রদ্ধা জানিয়েছি। আমি মানুষকে ভালোবাসি এবং মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।’

তার বাবা ইরফান খান নিজেও ধর্ম নিয়ে কোনো মাতামাতি করতেন না। রোজা রাখার পরিবর্তে সোমবার শিবের উপবাসে বিশ্বাসী ছিলেন তিনি।

খুব শিগগিরই ‘কালা’ সিনেমাতে অভিষেক হতে যাচ্ছে বাবিলের। বাবিলের বিপরীতে থাকছেন তৃপ্তি দিমরি।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন