‘ফাইটার’ সিনেমা দিয়ে প্রথমবারের মতো জুটি বাঁধতে চলছে দীপিকা-হৃত্বিক। ২০২২ সালে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। বলিউড হাঙ্গামার খবর, সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এটিই ভারতের প্রথম আকাশপথে অ্যাকশন নির্ভর ফ্র্যাঞ্চাইজি হতে চলছে। এছাড়াও সিনেমাটির শুটিং হবে পৃথিবীর বিভিন্ন লোকেশনে।
গত জানুয়ারিতে অভিনেতা হৃত্বিক তার জন্মদিনে এই ছবির ঘোষণা দিয়েছিলেন। এর আগে ছোট একটি টিজারও শেয়ার করেছিলেন তিনি। টিজারটির শিরোনামে তিনি লেখেন, ‘এক ঝলক মারফ্লিক্স ভিশনে ফাইটারকে দেখাচ্ছি। সঙ্গে অসাধারণ দীপকা পাডুকোন রয়েছেন। সবই সিদ্ধার্থ আনন্দের জয়রাইড।’
সম্প্রতি দীপিকা ও পরিচালক সিদ্ধার্থের সাথে বেশ কিছু ছবি শেয়ার করেছেন হৃত্বিক। সঙ্গে লিখেছেন, তারা তৈরি ওড়ার জন্য।
অভিনেত্রী দীপিকাও ব্যস্ত আছেন পরিচালক শকুন বাত্রার নাম ঠিক না হওয়া একটি সিনেমা নিয়ে। অন্যদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত কপিল দেবের বায়োপিক ‘৮৩’। এছাড়াও খুব শিগগিরই অভিনেতা প্রভাস দিবাকরের সঙ্গে তাকে দেখা যাবে ‘দ্য ইন্টার্ন’ সিনেমাতে। এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অমিতাভ বচ্চন।