সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল টলিউডের খ্যাতিমান পরিচালক রাজর্ষি দে’র পরবর্তী সিনেমা ‘ম্যাকবেথ’এ অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী মিথিলাকে।
তবে এ নিয়ে প্রশ্ন করা হলে আনন্দবাজারকে রাজর্ষি বলেছিলেন, ‘পুরোটাই গুজব। আমি গত বছরের শেষ দিকে ‘আবার কাঞ্চনজঙ্ঘা’-র শ্যুট শেষ করি। চলতি বছরের শুরুতে ছবি মুক্তির কথা ছিল। অতিমারি, লকডাউনের কারণে সেটি পিছিয়ে গিয়েছে। সেই ছবি মুক্তির আগেই নতুন ছবিতে হাত দেওয়ার কথা ভাবছি না।’ পাশাপাশি মিথিলার প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি কোনো কথা বলেননি।
অবশেষে এবার কি গুঞ্জন সত্যি হলো! ছবি প্রসঙ্গে মিথিলা দ্য বিজসেন স্ট্যান্ডার্ডকে বলেন, ‘কলকাতায় সবকিছুই খুব প্রফেশনালি হয়। ডিসক্লোজ করার ব্যাপারে আমাদের নিষেধাজ্ঞা আছে। তাই সবকিছু বলতে পারব না। তবে এতটুকু বলতে পারি, আমি অভিনয় করতে ভালোবাসি। বাংলাদেশ হোক আর কলকাতা, অভিনয়টা মন দিয়ে করতে পারলেই আমি তৃপ্ত বোধ করব।’
পরিচালক রাজর্ষি দে বলেন, ‘২৮ জুলাইয়ের পর আসলে সবকিছু চুড়ান্ত করবো। তবে এটা নিশ্চিত, মিথিলা অভিনয় করছেন আমার নতুন ছবি ‘মায়া’তে। এ মাসের ২৮ তারিখের আগে আসলে বিশেষ কিছু বলার নেই।’
শেকসপিয়ারের ‘ম্যাকবেথ’ অবলম্বনে নির্মিত হবে ‘মায়া’ সিনেমা, মিথিলা ছাড়াও এতে অভিনয় করতে দেখা যাবে কমলেশ্বর মুখোপাধ্যায়, রাহুল, গৌরব চট্টোপাধ্যায়, কনিকা ব্যানার্জি, তনুশ্রী চক্রবর্তী, সৌরভ দাস, অনিন্দ্য চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, সুদীপ্তা চক্রবর্তী প্রমুখকে।