১১ জুলাই মুখোমুখি হচ্ছে সবচেয়ে আলোচিত এবং জনপ্রিয় দুই ফুটবল দল আর্জেন্টিনা ও ব্রাজিল। পুরো বিশ্ব এখন অপেক্ষায় আছে দীর্ঘ দিন পর এই দুই টিমকে একসঙ্গে ময়দানে দেখার। ফুটবল প্রেমীরা এখন দুই দলে বিভক্ত। কে আর্জেন্টিনা কে ব্রাজিল দলের সমর্থক এ নিয়ে দুই দল সাপোর্টারদেরও চলছে হিসাব নিকাশ।
খেলাধুলাতেও নজর রাখেন বলিউড তারকারা। ফুটবলের প্রতি বিশেষ ঝোঁকও রয়েছে তাদের। আসুন জেনে নেই এই তারকাদের মধ্যে কে কোন দলকে সমর্থন করছেন।
অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন ব্রাজিল সমর্থক। তবে খেলোয়াড় হিসেবে লিওনেল মেসির খুব ভক্ত।
শাহরুখ খান
ফুটবল শাহরুখের খুবই পছন্দের। তিনিও সমর্থন করেন ব্রাজিল দল। তবে লিওনেল মেসির খেলা তার বেশ পছন্দ।
জন আব্রাহাম
বলিউড তারকা জন আব্রাহাম ফুটবলের অনেক বড় একজন ভক্ত। ফুটবল নিয়ে তার ‘ধান ধানা ধান গোল’ শিরোনাম একটি সিনেমাও রয়েছে। তিনি সমর্থন করেন আর্জেন্টিনা। তার প্রিয় ফুটবলার লিওনেল মেসি, আগুয়েরা, গঞ্জালো হিগুইন। অন্যদিকে জনের প্রাক্তন প্রেমিকা বিপাসা বসুও আর্জেন্টিনার সাপোর্টার।
রণবীর কাপুর
রণবীর কাপুর আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক।
অভিষেক বচ্চন
বাবার মতো তিনিও ব্রাজিল ফুটবল দলের সমর্থক। ১৯৮২ সাল থেকে ব্রাজিল দলকে সমর্থন করেন বলে জানিয়েছেন এই অভিনেতা।
ববি দেওল
স্কুলে থাকতে ফুটবল খেলতেন ববি দেওল। এজন্য পা-ও ভেঙেছেন। তবে এখনো ফুটবল দেখেন। ব্রাজিল দলের সমর্থক তিনি।
টাইগার শ্রফ
অভিনেতা টাইগার শ্রফ ফুটবল খুবই পছন্দ করেন। আর্জেন্টিনার সমর্থক তিনি। তার কাছে ফুটবলের ঈশ্বর লিওনেল মেসি। তবে ব্রাজিলের খেলার ধরনও তার পছন্দ।