কিসের ইঙ্গিত দিলেন শ্রাবন্তী

সম্পর্কের টানাপোড়ন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। রোশন সিংয়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই তাকে নানা রকম পোস্ট করতে দেখা যায়। কখনো মেঘের ছবিতে নিজের মনের কথা তুলে ধরেন, কখনো বা নতুনভাবে সব শুরু করতে চান। স্পষ্ট করে কিছু না বললেও আকার ইঙ্গিতেই বুঝিয়ে দেন সম্পর্ক নিয়ে তার অনুভূতি।

৮ জুলাই অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় তার ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি সাদা ছবি পোস্ট করেন। শিরোনামে তিনি লিখেছেন, ‘সব কিছু সাদা-কালোর মতো সহজ নয়।’

তার করা এই পোস্ট দেখে অনেকেই মনে করছেন ভালোবাসার জটিলতা নিয়ে এমন ক্যাপশন দিয়েছেন তিনি।

টলিউডে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে অভিরূপ নাগ নামক এক ব্যবসায়ীর সঙ্গে প্রেম করছেন শ্রাবন্তী। বেশ কিছুদিন আগে প্রেমিকের জন্মদিনও উদযাপন করেছেন তিনি। উপহার স্বরূপ একটি ডায়মন্ডের আংটি গিফট করেছেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন