নব্বই দশকের জনপ্রিয় জুটি রাবিনা-গোবিন্দা। ‘আখিও সে গোলি মারে’ গানটি শুনতেই এই তারকাদের মুখ ভেসে উঠে। ১৯৯৮ সালে মুক্তি পায় ‘দুলহে রাজা’ ছবি। এতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন গোবিন্দা ও রাবিনা ট্যান্ডন। এছাড়াও আরো বেশকিছু সিনেমাতেও তারা অভিনয় করেছিলেন। এই জুটির ভক্তরা এখনো আগ্রহে থাকেন তাদের একসঙ্গে দেখার জন্য।
এবার আবারো একসঙ্গে পর্দায় ফিরছেন এই জুটি। ৪ জুলাই রাববিনা তার ইন্সটাগ্রাম প্রোফাইলে গোবিন্দসহ নিজের একটি ছবি শেয়ার করেন। শিরোনামে তিনি লিখেছেন, ‘দ্য গ্র্যান্ড রিইউনিয়ন! আবার একসঙ্গে পর্দায় আসছি! কি? কোথায়? কখন? কামিং সুন।’
রাবিনা ও গোবিন্দ একসঙ্গে কিছু একটা করছেন, এই পোস্ট অনুযায়ী এমনই সংকেতই মিলছে। তবে কি করছেন বা কোথায় তাদের একসঙ্গে দেখা যাবে তাদের, সে বিষয়ে স্পষ্ট করে জানাননি এই অভিনেত্রী।
এই ঘোষণার পর তাদের ভক্তরাও দারুণ উচ্ছ্বসিত। মন্তব্য করে তারা তাদের আগ্রহের কথা জানিয়েছেন।