প্রমিথিউসের বিপ্লব এখন অনুরাগীদের কাছে নস্টালজিয়াই বলা চলে! এখন আর তাকে গানের জগতে দেখা যায় না। বর্তমানে পরিবার সহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স শহরে আছেন। তবে গানকে তিনি ভুলে যাননি। ভুলে জাননি নিজের দেশকে। ফেসবুক লাইভে এসে প্রায়ই তিনি অনুরাগীদের সঙ্গে ভালোবাসা বিনিময় করে থাকেন।
এবার দীর্ঘদিন পর চমক নিয়ে হাজির হলেন সংগীতশিল্পী বিপ্লব। প্রকাশিত হল তার নতুন গান ‘পাখি’। নিজের ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ করেছেন তিনি। এছাড়াও ২ জুলাই তার ফেসবুকেও গানটি আপলোড করেন তিনি।
গানটির কথা গুলো এমন – চাইলে আমি পাখি হয়ে যাই/ চাইলে আবার দূরে সরে যাই/ ইচ্ছে হলেই স্বপ্ন হবো/ তোমার চোখের তারায় আলো ছড়াবো।
গানটি লিখেছেন রাজ চৌধুরী ও বিপ্লব। গানটির সুর এবং সংগীত করেছেন বিপ্লব নিজেই।
বাংলা ব্যান্ড সঙ্গীতের সোনালী যুগের সেই বিপ্লব হঠাৎ করেই চলে গিয়েছিলেন অন্তরালে। ভক্ত-অনুরাগীদের আশা এই গানের মাধ্যমে হয়তো নিয়মিত আবার তাকে শুনতে পাওয়া যাবে।