বাহুবলীর দুটি সিজন উপভোগ করার পরও যাদের মনে হয় আরো দেখার বাকি আছে। তাদের জন্য রয়েছে সুখবর। আসছে ‘বাহুবলী বিফোর দ্য বিগিনিং’।
কিন্তু এটি এস. এস. রাজামৌলি পরিচালিত বিখ্যাত ম্যাগনাম অপাস ‘বাহুবলী’ সিনেমার তৃতীয় পার্ট নয়। এবার ‘বাহুবলী’ আসছে ওয়েব সিরিজ আকারে।
হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদন অনুযায়ী, রিভু দাশগুপ্ত ও কুণাল দেশমুখের পরিচালনায় দর্শক খুব শিগগিরই দেখবেন ‘বাহুবলী বিফোর দ্য বিগিনিং’। এর আগে কুণাল ‘জান্নত’ এবং ‘জান্নত টু’ পরিচালনা করেছেন। অন্যদিকে, ‘দ্য গার্ল অন ট্রেন’ পরিচালনা করেছেন রিভু দাশগুপ্ত।
জানা গেছে, আনন্দ নীলকান্ত ‘রাইজ অব শিবগামী’ নামে ইতিমধ্যে একটি উপন্যাসও লিখেছেন। যেখানে থাকবে শিবগামীর রানি হয়ে ওঠার গল্প। আর এ নিয়েই শুরু হবে ‘বাহুবলী: দ্য বিগিনিং’। এই গল্পটির প্লট ‘বাহুবলি’র গল্পের ৩০ বছর আগের তাই এতে থাকছেনা বাহুবলী বা ভাল্লালদের চরিত্র। এই সিরিজে শুধু থাকছে শিবগামী ও কাটাপ্পা।
এটি প্রযোজনা করছেন এস. এস. রাজমৌলি। নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘বাহুবলী বিফোর দ্য বিগিনিং’। তবে চলতি বছরে এটি মুক্তি দেয়ার কোন সম্ভাবনা নেই।