বলিউডের টেলিভিশন অভিনেত্রী রুবিনা দিলক। যার জন্ম শিমলা হিমাচল প্রদেশ। টেলিভিশনের পর্দায় যার অভিষেক শুরু হয় ২০০৮ সালের ‘ছোটে বাহু, ‘সিন্ধুর বিন ছুহাগান’ সিরিয়াল থেকে।
এই অভিনেত্রী সম্প্রতি ভারতীয় চ্যানেলের রিয়েলিটি শো এর ‘বিগ বসের ফাইনাল উইনার’ জিতে নিয়েছেন প্রথম স্থানের পুরষ্কার। শো জিতে যাওয়ার পর থেকেই তার স্বামী ও পরিবার এবং বন্ধুদের নিয়ে খুব আনন্দে সময় পার করছেন। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মাঝে শেয়ার করেছে একের পর এক আনন্দের সময় গুলো। সেই সাথে মা-বাবা আর বোনদের নিয়ে কাটানো সময় সাথে ছিলেন তার স্বামী অভিনাব শুকলাও।
গতকাল তার ইনস্টাগ্রামে স্বামী অভিনাব শুকলাকে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন। যাতে দেখা যাচ্ছে এটি একটি মিউজিক ভিডিও এর পোস্টার। ঘোষণা দিয়েছেন এটা আমার প্রথম ভিডিও যা রিলিজ হতে যাচ্ছে ১৮ই মার্চ। গানটির নাম ‘মারজানিয়া’ এবং গানটি গেয়েছেন নেহা কাক্কার। এ ভিডিও নিয়ে প্রচন্ড উচ্ছ্বসিত।
|