নির্মাতা নিকুল কুমার মন্ডলের পরিচালনা ও লিমন আহমেদের রচনায় ‘নুরুলের শেষের কবিতা’ শিরোনামে নাটকে অভিনয় করছেন হোচিমিন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস পি. গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথের মাস্টার্সের শিক্ষার্থী হোচিমিন একজন ট্র্যান্সজেন্ডার নারী।
নাটকের অভিনয়ের প্রসঙ্গে হোচিমিন নিউজবাংলা টোয়েন্টিফোরকে জানান, ‘ছোটবেলায় যখন আমি খুবই ছোট, একটা ছেলে বাচ্চার মতো বড় হচ্ছিলাম, সেই সময় আমার মনে হতো ইশ, আমি যদি টেলিভিশনের পর্দায় আসতে পারতাম। একটা নায়িকার চরিত্রে অভিনয় করতে পারতাম, দারুন হতো।’
এতোদিনে হোচিমিনের ইচ্ছে পূরণ হলো। সেই অভিজ্ঞতা সম্পর্কে তিনি আরো বলেন, ‘এটা আমার ছোটবেলার একটা ফ্যান্টাসি ছিল; একটা স্বপ্ন। সেটা আমি কোনদিন ভাবিনি; আজ থেকে ১০ দিন আগেও ভাবিনি যে, এই স্বপ্নটা আমার খুব দ্রুত পূরণ হয়ে যাবে। সত্যি এটা আমার কাছে অন্যরকম লাগছে। আরেকটা বিষয় ভালো লাগছে, মানুষের যে ধারণা, সেটা অন্যরকমভাবে পরিবর্তন হবে। যে জেন্ডার হায়ারার্কি আছে, সেটা এখন বদলাবে।’
নাটকে হোচিমিন ছাড়াও অভিনয়ে আছেন ইমতিয়াজ বর্ষণ, নাজিয়া হক অর্ষা, শহীদুল্লাহ সবুজ, মিলি বাশার, আনন্দ খালেদ, জুবায়ের হিল্লোল, জাহিদ হিমেল, জুয়েল মিয়াসহ আরো অনেকে।
আসছে কোরবানি ঈদে নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।