‘সুপার ডুপার হিট’ নিয়ে ফিরলেন বর্ষা

সংগীতশিল্পী বর্ষা চৌধুরী একটা সময় নিয়মিত গান করলেও মাঝখানে তাকে খুব একটা দেখা যায়নি। প্রায় একযুগ বিরতি নেয়ার পর এবার নতুন গান নিয়ে ফিরছেন বর্ষা। অনুরূপ আইচের লেখা ‘সুপার ডুপার হিট’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন বর্ষা।

গানটি সুর করেছেন এফ এ প্রীতম। ইতিমধ্যে রেকর্ডিংও সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই গানটি বর্ষার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

টোয়েন্টি ফোর বার্তা অনলাইন প্রতিবেদন অনুযায়ী, বর্ষা গানটির প্রসঙ্গে বলেন, ‘মিডিয়ায় আমার আগমন ঘটে গায়িকা হিসেবে। গান আমার রক্তে মিশে আছে। নানা ব্যস্ততার কারণে এতদিন গান প্রকাশ করতে পারিনি। কিন্তু করোনার এই সময় মনে হলো, ঘরে বসে না থেকে আমার ভক্তদের জন্য নতুন গান উপহার দিতে পারি! তাই অনুরূপ আইচের উদ্যোগে নতুন আইটেম গানটি করে ফেললাম। আশাকরি, আমার কণ্ঠে নতুন এ গান শুনে ভক্তরা খুশি হবেন।’

অনুরুপ আইচ জানান, বর্ষা এর আগে তার লেখা ‘হৃদয়ের আয়না’ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন। গানটি বেশ সাড়া ফেলেছিল। অনুরুপ আশাবাদী এই গান তাদের ভক্তরা বেশ পছন্দ করবেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন