অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ইচ্ছা ছিল বিদেশের মাটিতে দেশীয় খাবারের স্বাদ উপভোগ করার। তাই সেই ইচ্ছা থেকে তিনি শুরু করেন রেস্টুরেন্ট ‘সোনা’ এর কাজ। ২০২১ এর মার্চ মাস থেকে এই রেস্টুরেন্টটি চালু করেন প্রিয়াঙ্কা।
২৬ জুন নিজের ইনস্টাগ্রাম স্টোরি এবং ইনস্টার দেয়ালে একটি ভিডিও ও কিছু ছবি শেয়ার করেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কার সামনে টেবিলে সাজানো রয়েছে একাধিক সব দেশীয় খাবার। শিরোনামে তিনি লিখেছেন, ‘দ্য আমেজিং সোনা এক্সপেরিয়েন্স, ফাইনালি।’
চিংড়ি পকোড়া, চাটনি সমেত ধোসা, ফুচকা সাজানো রয়েছে প্লেটে। আর এই খাদ্য-অভিযানে প্রিয়াঙ্কাকে সঙ্গ দিয়েছিলেন তার বেশ কিছু বন্ধু। যাদেরকে বেশ মজা করে ফুস্কা খেতে দেখা গেছে ভিডিওতে। অ্যালকোহল দিয়ে পানিপুরির টেষ্টি কম্বিনেশন রয়েছে প্রিয়াঙ্কার ‘সোনা’ রেস্তোরাঁয়। নিউইয়র্কের বুকে ভারতীয় খাবরের স্বাদ সকলের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ, প্রিয়াঙ্কা নিজেই জানিয়েছিলেন এই কথা।