ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে সাভার থানায় মামলা দায়ের করেন পরীমনি। ইতিমধ্যেই প্রধান আসামি নাসির এবং অমি সহ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার সাক্ষ্য দিতে পরীমনিকে সাভার থানায় ডাকা হয়।
সাভার থানা থেকে বেড়িয়ে গণমাধ্যমকে চিত্রনায়িকা পরীমনি জানান, পুুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলে মামলার অগ্রগতি নিয়ে তিনি সন্তুষ্ট।
২৭ জুন দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে এক সাদা রংয়ের ব্যক্তিগত গাড়ি করে সাভার মডেল থানায় আসেন পরীমনি। এসময় তার সাথে ছিলেন তার কস্টিউম ডিজাইনার জিমি।
সাভার থানায় এসে পরীমনি ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহিল কাফির অফিস রুমে দীর্ঘ সাড়ে ৪ ঘন্টা কথা শেষে সন্ধ্যা ৭টার দিকে থানা থেকে বের হন।
এদিকে, সাভার মডেল থানায় পরীমনি আসার পর পুলিশের পক্ষ থেকে সাভার মডেল থানার গেট বন্ধ করে দিয়ে থানা প্রাঙ্গণে গণমাধ্যম কর্মীদের প্রবেশে বাধা দেয়।
পরীমনির দায়েরকৃত মামলার আসামী নাসির ও অমি বর্তমানে সাভার মডেল থানায় পাঁচ দিনের রিমান্ডে আছেন।