ভারতের দক্ষিণি সিনেমার অভিনেত্রী নয়নতারা এবার ‘বলিউড কিং’ শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে পর্দায় ফিরছেন।
বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বেশ গুঞ্জন শোনা যাচ্ছে। তামিল ইন্ডাস্ট্রির নির্মাতা অ্যাটলির সিনেমায় অভিনয় করতে দেখা যাবে এই জুটিকে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।
এর আগে নির্মাতা অ্যাটলির দুটো সিনেমায় অভিনয় করেছেন নয়নতারা। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যে শাহরুখ খানের সঙ্গে পরিচালকের চুক্তিও হয়ে গেছে। চমৎকার তথ্য হলো কন্নড় এই সিনেমার জনপ্রিয় অভিনেতা কিচা সুদীপকে খলনায়ক চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে।
সর্বশেষ ২০১৮ সালের ডিসেম্বরে শাহরুখ খান অভিনীত ‘জিরো’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। তবে বর্তমানে ‘পাঠান’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন তিনি। করোনা পরিস্থিতির কারণে শুটিংয়ের কাজ আপাতত বন্ধ রয়েছে।