‘পিকু’র পরিচালকের ছবিতে ইরফান পুত্র বাবিল

‘কোয়ালা’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক করছেন প্রয়াত অভিনেতা ইরফান খানের পুত্র বাবিল খান। বড় পর্দায় সিনেমাটি মুক্তি না পেলেও ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেতে চলছে সিনেমাটি। এই সিনেমায় বাবিলের বিপরীতে অভিনয় করছেন তৃপ্তি ডিমরি। সুজিতের এটি দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে। এই সিনেমাটি প্রযোজনা করবেন রনি লাহিড়ী।

২৬ জুন ইনস্টাগ্রাম প্রোফাইলে এই খবর জানান দিলেন প্রযোজক রনি লাহিড়ী। সুজিত ও বাবিলের সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি। শিরোনামে লিখেছেন, ‘ইরফান স্যারের ঐতিহ্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সম্মানিত বোধ করছি। আপনার মতো কিংবদন্তির সঙ্গে কাজ করেছি। এবার বাবিল। এটা দূরদর্শিতা না হলে, তবে কি?’

‘পিকু’ সিনেমায় জুটি বেঁধে একত্রে কাজ করেছিলেন সুজিত-রনি। সিনেমায় অভিনয়ে ছিলেন অমিতাভ বচ্চন, দীপিকা পাডুকোন, ইরফান খান সহ আরো অনেকেই।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন