অভিনয়ের জীবনে ২৯ বছর পূর্ন করলেন শাহরুখ খান। দীর্ঘ এই পথ চলায় ভক্তদের পাশে পেয়ে ২৯ বছর পূর্তির দিনে অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন এই তারকা।
নিজের এই বিশেষ দিনটিকে অনুরাগীদের সঙ্গে কাটানোর জন্য টুইটারে শাহরুখ প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। এই সময় তিনি অনুরাগীদের নানা প্রশ্নের উত্তর দেন। এরই মাঝে এক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী তাকে প্রশ্ন করেন, ‘আমাদের মতো আপনিও বেকার হয়ে গেলেন নাকি? জবাবে কিং খান বিদ্রুপ করে লেখেন, ‘যারা কিছুই করেন না, তারা মূলত …… ‘। অভিনেতার কথায়, যাদের কোনো কাজ নেই তারাই এ ধরনের টুইট করে সেটিই বুঝাতে চেয়েছেন শাহরুখ।
বলিউড অভিনেতা শাহরুখ খান ভারতের দিল্লির একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তার অভিনয়ের প্রতি ছিল বেশ আগ্রহ। আগ্রহ থেকেই জন্ম নিল তার স্বপ্ন, আর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে কঠোর পরিশ্রমে হয়েছেন আজকের ‘বলিউড কিং’।
‘দিওয়ানা’ সিনেমা দিয়ে বলিউডে পথা চলা শাহরুখ খানের। এরপর দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল সিনেমা। তিনি কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন অসংখ্য পুরষ্কার।