চিকিৎসা সরঞ্জামের জন্য কত টাকা দিলেন অমিতাভ

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন করোনাকালীন এই সময়ে সাধারণ মানুষের পাশে খাবার, পোশাক এমনকি নগদ অর্থ দিয়েও সহযোগিতার হাত বাড়িয়েছেন। করোনাকালে মানুষের জন্য যথাসাধ্য সহায়তা করছেন বর্ষীয়ান এই তারকা।

বলিউড হাঙ্গামার খবর, এবার তিনি বিভিন্ন হাসপাতালে মেডিকেল সরঞ্জাম ও ভেন্টিলেটর অনুদান দিচ্ছেন। মুম্বাইয়ের সিয়নের লোকমান্য তিলক মিউনিসিপ্যাল জেনারেল হাসপাতালে দুটি হাই-টেক ভেন্টিলেটর ও চিকিৎসা সরঞ্জাম অনুদান দিয়েছেন অমিতাভ বচ্চন।

বিহ্রানমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) জানিয়েছে, মেগাস্টার অমিতাভ বচ্চন মনিটর, সি-আর্ম ইমেজ ইনটেনসিফায়ার, ইনফিউজার পাম্পসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম অনুদান দিয়েছেন। সরঞ্জাম গুলোর মুল্য গিয়ে দাঁড়িয়েছে ১.৭৫ কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় দুই কোটি টাকার বেশি।

অমিতাভ বচ্চন বর্তমানে ‘গুডবাই’ সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন। এছাড়াও তার হাতে রয়েছে বেশ কয়েকটি প্রোজেক্ট। এর আগে তার অভিনীত ‘চেহেরে’ সিনেমার কাজ শেষ হয়েছে। খুব শিগগিরই সিনেমাটি মুক্তি দেয়া হবে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন