আসন্ন ঈদে চমক নিয়ে হাজির হচ্ছেন টেলিভিশনের দুই অভিনয়শিল্পী মেহজাবীন ও অপূর্ব। সম্প্রতি এ দুজনকে নিয়ে ‘যদি কোনোদিন’ শিরোনামের একটি বিশেষ নাটক নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। সিএমভি’র ব্যানারে নির্মিত এই নাটকটির গল্প এগিয়ে যাবে গতানুগতিক ধারার বাহিরে। এছাড়া দুটি গানও রয়েছে এ নাটকে। নাটকটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন মিজানুর রহমান আরিয়ান।
বাংলাদেশ প্রতিদিনকে অপূর্ব জানান, এই নাটকে তিনি অভিনয় করছেন কার্ডিয়াক সার্জন ডা. সানিয়াত হোসাইনের চরিত্রে।
নাটকটির গল্প প্রসঙ্গে জানা যায়, চিকিৎসক অপূর্বের উপর ক্ষুব্ধ মেহজাবীন। কারণ মেহজাবীনের দাবি তার ভুল চিকিৎসায় তাদের পরিবারে নেমে এসেছে কষ্টের ছায়া। এমনই একটি ভিন্নধারার গল্পে এগিয়ে যাবে নাটকটি।
নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, কোরবানির ঈদে নাটকটি সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
‘বড় ছেলে’ নাটক খ্যাত আরিয়ান বলেন, ‘গল্পটি ভালো। আর পাত্র-পাত্রীর অভিনয় প্রসঙ্গে তো নতুন করে কিছু বলার নেই। ভালো কিছু হবে আশা করছি।’