নিজের মনের কথা শুনেই চলছেন অভিনেত্রী শ্রাবন্তী! এদিকে আদালতে ঘুরছে স্বামী রোশান। নতুন করে সংসার করতে চাইছেন শ্রাবন্তীর সঙ্গে। কিন্তু সে দিকে অভিনেত্রীর বিন্দুমাত্র খেয়াল নেই। দিব্যি ব্যবসায়ী প্রেমিক অভিরুপ নাগ চৌধুরীর সঙ্গে প্রেম করে বেড়াচ্ছেন এই অভিনেত্রী।
সদ্যই অভিরুপ তার জন্মদিনে হীরের আংটি পড়ে ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন। সাথে শিরোনামে লিখেছেন,’খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির কাছ থেকে পাওয়া, ধন্যবাদ তোমায়’। সকলেরই ধারণা এই আংটি উপহার দিয়েছেন শ্রাবন্তী। তাই এই গুরুত্বপূর্ণ মানুষটি যে শ্রাবন্তী তা আর কারও বুঝতে বাকি নেই। তবে এ বিষয় নিয়ে কেউ কোন মন্তব্য করেননি এখনো।
আংটির ছবিটি দেখে বোঝা যাচ্ছে, এটি যেমন তেমন আংটি নয়। প্রথম ইংরেজি অক্ষরের ‘আই’ চিহ্ন। তার উপর প্লাটিনাম বসানো। তার পাশেই হৃদয়ের চিহ্ন। শ্রাবন্তী যে অভিরুপকে কতোটা ভালবাসেন এই আংটি-ই তার প্রমাণ।
তবে নতুন প্রেম নিয়ে ব্যাপক সমালোচনা হলেও এ নিয়ে শ্রাবন্তী এখনও কোন মন্তব্য করেননি।