সঙ্গীত শিল্পী, সুরকার, গীতিকার আশরাফুল পাভেল সিলেটের আঞ্চলিক ভাষায় রচিত গান “সিলেটিয়া রঙিলা দামান” গানটি ১৪ জুন সম্প্রচারিত হওয়ার সাথে সাথে দর্শকদের নজর কাড়ে।
“হাতো মাখসইন মেন্দি, লগে ব্র্যান্ডোর দামী ওয়াচ
শরমর ঠ্যালায় রুমাল মুখো, সবে দিরা নাচ
নতুন বউরে দেখতা, তান হার্টে মারের ফাল
চান্দোর লাখান কইন্যা দেখিয়া দামান বেশামাল!”
শীর্ষক গানের ছন্দে ছন্দে উপভোগ করছেন সবাই। সাথে বাড়তি হিসেবে আছে আকর্ষণীয় মিউজিক ভিডিও।
গানটির সিলেটি পার্ট লিখেছেন ‘কাজির বাজার’ র্যাপ গান খ্যাত পল্লব ভাই । সুর এবং সঙ্গীতায়ন করেছেন আশরাফুল পাভেল। সেসাথে তার সাথে এ গানে কন্ঠ দিয়েছেন বিথী চৌধুরী। এ গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছেন শাইল শর্মা এবং ভিডিও সম্পাদনায় ছিলেন নওশাদ হোসেন। চিত্রগ্রহণ করেছেন অরুণ এবং গগন। অভিনয়ে ছিলেন শাইল শর্মা এবং ভি. পাভলা ।