বিগ বাজেটের ছবিতে রিয়া!

আর মাত্র কিছুদিন পরেই অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রথম মৃত্যুবাষির্কী। আর এরই মাঝে নতুন খবর, অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে বিগ বাজেটের ছবিতে দেখা যাবে। পৌরাণিক কাহিনী চিত্র ‘মহাভারত’ অবলম্বনে নতুন সিনেমা নির্মাণ হতে চলেছে। আর এই সিনেমাতে রিয়াকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

জি নিউজ এর প্রতিবেদন অনুসারে, ‘মহাভারত’ সিনেমায় রিয়াকে দ্রৌপদীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সিনেমাটিতে অভিনয়ের জন্য ইতিমধ্যে রিয়াকে প্রস্তাব দেয়া হয়েছে। তবে রিয়া এখনো সম্মতি দেননি।

বেশকিছু দিন আগে এই অভিনেত্রী ‘চেহারা’ সিনেমায় অভিনয় করেছেন। ইতিমধ্যে সিনেমার ট্রেইলার মুক্তি পেয়েছে। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। রিয়া সহ সেই ছবিতে আরও আছেন অমিতাভ বচ্চন, ইমরান হাশমি প্রমুখ।

প্রয়াত সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা হিসেবে তিনি ব্যাপকভাবে আলোচিত ও সমালোচিত। সুশান্তের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ২৮ দিন জেল খাটার পর এখন জামিনে ছাড়া পেয়েছেন তিনি। কিন্তু যেকোনো প্রয়োজনে চাইলে পুলিশ তাকে আবারো গ্রেফতার করতে পারে, এমনটাও জানা গেছে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন