রক্তমাখা ‘রিভেঞ্জ’

১২ জুন বিএফডিসিতে শুরু হলো ‘রিভেঞ্জ’ সিনেমার শুটিং। শুটিংয়ের শুরুতেই এতে অংশ নিয়েছেন অভিনেতা মিশা সওদাগর ও রোশান। ১১ জুন এই সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে।

অভিনেতা রোশান নিজেই ফেসবুকে শেয়ার করেছেন ফার্স্ট লুকের পোস্টারটি। পোস্টারটিতে দেখা যাচ্ছে, রোশানের পুরো চেহারাই রক্তেমাখা, বীভৎস। শরীরে কাটা ছেড়া দাগ হাতে একটি রক্তমাখা কুড়াল।

ছবির লুকটি পরিচালক মো. ইকবাল ফেসবুকে শেয়ার করে জানান, ‘রিভেঞ্জ’ অ্যাকশনধর্মী ছবি। সেভাবেই রোশানকে হাজির করা হয়েছে।

এছাড়াও শুটিং বিষয়ে পরিচালক বলেছেন, ‘গত কয়েকদিন ধরেই আমরা ছবিটি নিয়ে প্রস্তুতি নিচ্ছি। আজ থেকে (১১জুন) ক্যামেরা ওপেন হলো। প্রথম চারদিন শুটিংয়ের পর বুবলী আমাদের সঙ্গে যুক্ত হবেন।’

চলচ্চিত্রটি প্রযোজনা করছে অনুরাগ ট্রেডার্স।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন