শুটিংয়ে ফিরলেন আবুল হায়াত

করোনায় আক্রান্ত হয়েছিলেন কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত। এরপর শরীরের অসুস্থতার কারণে ও লকডাউনের বিরতি নিয়ে টানা ৩ মাস পর আবারও শুটিংয়ে ফিরলেন এই গুণী শিল্পী।

১১ জুন ‘বাবা তোমাকে ভালবাসি’ শিরোনামে একটি নাটকে অভিনয় করছেন তিনি। নাটকটি পরিচালনা করছেন প্রবীর রায় চৌধুরী। আবুল হায়াত ছাড়াও এই নাটকে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, ফারহান আহমেদ জোভান, তাসনিয়া ফারিন, সামিয়া অথৈসহ আরও অনেকেই। নাটকটি প্রচারিত হবে ঈদুল আজহায়।

গত ৩১ মার্চ করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিনেতা আবুল হায়াত। তার পরিবার ও চিকিৎসকেরা বিশেষ যত্নে রেখেছিলেন তাকে। এরপর তাকে প্লাজমা দেয়া হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হলে হাসপাতাল থেকে বাড়ি ফিরে যান তিনি। পরবর্তীতে ১৮ এপ্রিল পুনরায় টেস্টের ফলাফলে তিনি করোনা নেগেটিভ হন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন