নির্মাতা চয়নিকা চৌধুরী তার আসন্ন ‘অন্তরালে’ শিরোনামের ওয়েব ফিল্মের মাধ্যমে চমক নিয়ে হাজির হচ্ছেন। এই ওয়েব ফিল্মটিতে তারই পছন্দের নায়িকা হিসেবে অভিনয় করবেন চিত্রনায়িকা পরীমনি। বিষয়টি পরিচালক এর আগে নিজেই জানিয়েছিলেন ফেসবুকে। এবার এই ওয়েব ফিল্ম নিয়ে নতুন চমক হচ্ছে এতে নায়ক হিসেবে অভিনয় করবেন দাপুটে অভিনেতা তারিক আনাম খান।
ছবি প্রসঙ্গে নির্মাতা বাংলা ট্রিবিউনকে জানান, ‘এখানে পরীর চরিত্রের নাম অর্পিতা। তার স্বামী হিসেবে দেখা যাবে তারিক আনাম খানকে। উনার নাম জসিম। এই চরিত্রটি নিয়ে ভীষণ টেনশনে ছিলাম। কারণ, চলচ্চিত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জসিম বনেদি পরিবারের মানুষ, ব্যবসায়ী। চরিত্রটিতে তারিক ভাইকে পেয়ে খুবই ভালো লাগছে।’
শুটিং শুরু হওয়ার বিষয়ে চয়নিকা জানান, চলতি মাসেই শুরু হবে সিনেমাটির কাজ। ‘ব্লাক অ্যান্ড হোয়াইট’ নিবেদিত ও কাজী রিটন প্রযোজিত এ ওয়েব ফিল্মটি দেখা যাবে ওটিটি প্লাটফর্মে। ‘অন্তরালে’ সিনেমাটির গল্প লিখেছেন পান্থ শাহরিয়ার।