শুভ জন্মদিন আলিয়া ভাট

আজ বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের জন্মদিন। আলিয়ার জন্মদিনে তার সমস্ত কাছের পরিবার থেকে শুরু করে বন্ধু এবং সহকর্মীরা সবাই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।

তিনি বলিউডের পরিচালক মহেশ ভাটের মেয়ে। পিতার পরিচয়ের বাহিরে নিজস্ব জায়গা তৈরি করে নিয়েছেন বলিউড পাড়ায়। যদিও সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তারকাদের সন্তান বলে নানা রকম সমালোচনার মধ্যে পরতে হয়েছিলো আলিয়াকেও। সেই সব সমালোচনার বাহিরে গিয়েও বলিউডের ক্যারিয়ারে আজ তার ৮ বছর  হলো। শিশু শিল্পী হিসেবে শোবিজে যাত্রা শুরু করলেও ২০১২ সালে কারণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ দিয়ে বলিউড অভিষেক ঘটে এই অভিনেত্রীর। এরপর অসংখ্য পুরষ্কারও জিতেছেন। তার দুষ্ট-মিষ্ট আচরণে জয় করে নিয়েছেন ভক্তদের মন । আলিয়া তার পরিশ্রমের মধ্যে দিয়ে জায়গা করে নিয়েছেন বলিউডে। তার সোশ্যাল মিডিয়ায় রয়েছে অসংখ্য ভক্ত। প্রতিনিয়ত তারা এই অভিনেত্রীর সকল আপডেট নিয়ে থাকেন।

আলিয়ার অভিনয়ে ‘হাম্টি শর্মা দুলহানিয়া’ বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করে। এ সিনেমায় আলিয়ার বিপরীতে মুখ্য চরিত্রে অভিনয় করে ছিলেন বরুণ ধাওয়ান। এরপর ‘ভারিয়া’ ফিল্মটিও ছিলো প্রশংসার অন্যতম একটি জায়গায়। ‘কাপূর এন্ড সন্স’, ‘বদ্রীনাথ নাথ কি দুলহানিয়া’ এবং ‘রাজি’ এর মতো সিনেমায় অভিনয় করে মন জয় করে নিয়েছেন ভক্তদের। আলিয়া অভিনীত ‘গালি বয়’ সিনেমার মাধ্যমে যেনো শীর্ষে স্থান দখল করে নিয়েছেন সেরাদের তালিকায়। এই ছবিটি আন্তর্জাতিক পর্যায়ের আলোচনায় ছিল অন্যতম।

সম্প্রতি সঞ্জয়লীলা বানসালীর পরিচালিত ‘গাঙ্গুবাঈ কাঠওয়াড়ী ‘ সিনেমার ট্রিজার প্রকাশিত হয়েছে। সেই ছবিতে আলিয়া মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। ট্রেইলার প্রকাশ হওয়ার পর থেকেই আলিয়ার লুক দেখে সবাই তাকে প্রশংসা করতে শুরু করেছেন । সবাই অপেক্ষায় আছে কবে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।

জন্মদিনের শুভেচ্ছা আলিয়া ভাট।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন