বসন্তের পোশাকে সোনাম!

বলিউড তারকা সোনাম কাপুর একজন অভিনেত্রীর বাহিরেও তার পরিচয় মডেল-ফ্যাশন ডিজাইনার। বিভিন্ন আউটফিটে প্রায়ই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে উষ্ণতা ছড়ান। সম্প্রতি একটি হোয়াইট গাউনে নিজের বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ছবির শিরোনামে লিখেছেন, “Florals. For Spring? Groundbreaking”


ছবি সংগ্রহ – সোনাম কাপুরের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন