‘ললনা’ শিরোনামে গান গেয়ে আলোচনায় উঠে এসেছিলেন তরুণ গায়ক শেখ সাদী। সম্প্রতি তিনি ‘সংশয়ী’ শিরোনামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন টিকটক ভিডিও করে তারকা খ্যাতি পাওয়া অনামিকা ঐশী।
এ তরুণ দুই জনকে নিয়ে সিনেমাটি পরিচালনা করবেন আবু তাওহীদ হিরন। প্রযোজনায় আছেন আছেন তামিম হোসেন। সিনেমাটির শুটিং শুরু হবে ২০ জুন ঢাকার আশেপাশে।
পরিচালক এনটিভি অনলাইনকে জানান, ‘সিনেমায় দিবা চরিত্রে কাজ করবেন অনামিকা ঐশী এবং অনি চরিত্রে কাজ করবেন শেখ সাদী। হয়তো অনেকে বলতে পারেন নতুনদের নিয়ে কাজ করছি কেন? আমি বলবো নতুন কিছু করার আশায়। আশা করছি তাদের নিয়ে ভালো কিছু করার চেষ্টা করবো।’
ছবি সম্পর্কে শেখ সাদী জানান, পরিচালক হিরণের ‘আদম’ সিনেমা দেখে তাকে আগে থেকে পছন্দ করতেন শেখ সাদী। তাই ছবির করার প্রস্তাব আসায় তিনি না করতে পারেননি। গল্পটা তার বেশ ভালো লেগেছে। তিনি আশা করছেন প্রেক্ষাগৃহে সবাই ছবিটি দেখলে নিশ্চয়ই উপভোগ করবেন।
টিকটকার ঐশী জানিয়েছেন, সিনেমায় কাজ করা তার বহুদিনের স্বপ্ন ছিল। এতোদিনে তার সেই আশা সত্যি হতে চলছে। গল্প শুনে এক কথায় রাজি হয়ে গেছেন এমটাও জানান ঐশী।