বেশকিছু দিন হল প্রাক্তন স্বামী ব্র্যাড পিটের সঙ্গে আইনি লড়াইয়ের সর্বশেষ রায় পেয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি । আর এই রায়ে যৌথভাবে সন্তানদের দেখাশোনার দায়িত্ব পেয়েছেন উভয়েই। তবে এই রায়ে খুশি নন মার্কিন তারকা জোলি, আদালতে এই নিয়ে চ্যালেঞ্জ করবেন এমনটাও জানিয়েছেন তিনি। অ্যাঞ্জেলিনা জোলি সম্প্রতি তার ৪৬ তম জন্মদিন উদযাপন করেছেন এবং জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার ছয় সন্তান।
ইনস্টাগ্রামে জন্মদিনের ভিডিও এবং ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী। লস এঞ্জেলেসের টিআইও রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। ৪৬ তম জন্মবার্ষিকীর এই দিনে অ্যাঞ্জেলিনার গায়ে ছিল হলুদ রঙের শিফন টিস্যু জাতীয় একটি জামা। করোনাকালীন এই সময় স্বাস্থ্যবিধি মেনে ফেস মাস্কও পড়েছিলেন তিনি।