রানি মুখার্জির সঙ্গে অনির্বাণ

কলকাতায় এ সময়ের জনপ্রিয় মুখ অনির্বাণ ভট্টাচার্য। তার অভিনয় ও কথা দুটোই পছন্দ করেন ভক্তরা। কমেডি, থ্রিলার বা রোমান্টিক, সব চরিত্রে খুব সহজেই নিজেকে ফুটিয়ে তুলতে জানেন এই অভিনেতা। শুধু টালিগঞ্জ নয় এই তারকার প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশের দর্শকেরাও।

সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে তিনি পাড়ি দিচ্ছেন বলিউড ইন্ডাস্ট্রিতে এবং শুরুতেই কাজ করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জির সঙ্গে। এমন খবরই ছড়িয়ে পড়েছে ভারতীয় গণমাধ্যমে।

আনন্দবাজারের প্রতিবেদন অনুসারে, রানির আসন্ন সিনেমা ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অনির্বাণকে।

এর আগেও টলিউডের অনেকেই অভিনয় করেছেন বলিউডে। তাদের মধ্যে যীশু দাশগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, রজতভ দত্ত সহ আরও অনেকেই আছেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন