হাসপাতালে ভর্তি দিলীপ কুমার

বলিউডের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি মুম্বাইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে আছেন।

ইন্ডিয়া টুডেকে অভিনেতার স্ত্রী সায়রা বানু জানিয়েছেন, ৬ জুন সকালে রুটিন চেক-আপের জন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

সায়রা বানু বলেন, বেশ কয়েকদিন যাবত তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। তাই কোভিড রোগীর জন্য নির্দিষ্ট নয় এমন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। শ্বাসকষ্টের পরীক্ষা-নিরীক্ষা করানো হবে। সেই সাথে তিনি আরও যুক্ত করেন, ‘যদি সৃষ্টিকর্তা রাজি থাকেন, দ্রুতই বাড়িতে ফিরবেন’।

এর আগেও বর্ষীয়ান এই অভিনেতার শারীরিক সমস্যা দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ৯৮ বছর বয়সী এই প্রবীণ তারকা তার ক্যারিয়ারে অনেক সুপারহিট ছবি উপহার দিয়েছেন। ‘দেবদাস’, ‘ক্রান্তি’, ‘মোগল-ই-আজম’ এর মত আরও অনেক ছবি রয়েছে সে তালিকায়। এছাড়াও ‘পদ্মবিভূষণ’, ‘দাদা সাহেব ফালকে’সহ একাধিক পুরস্কার অর্জন করেন তিনি।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন