৬ জুন বাংলাদেশ সিনেপ্লেক্সে মুক্তি পেল হলিউডের সিনেমা ‘মর্টাল কমব্যাট’ । এর আগেই এই সিনেমার প্রায় ২ মিনিটের ট্রেইলারটি দর্শকদের বেশ মনোরঞ্জন করেছে। আন্তর্জাতিক হিসেবে সিনেমাটি মুক্তি পেয়েছিল এপ্রিলে ৮ তারিখ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ২৩ এপ্রিল থেকে একযোগে সিনেমাটি প্রেক্ষাগৃহে ও আইম্যাক্স এবং এইচবিও ম্যাক্সে সম্প্রচারিত হয়।
মার্শাল আর্ট ঘরানার এই সিনেমাটি পরিচালনা করেছেন অস্ট্রেলিয়ার নির্মাতা সাইমন ম্যাকোয়েড এবং প্রযোজনা করেছেন জেমস ওয়েন।
১৯৯২ সালের জনপ্রিয় ভিডিও গেম ‘মর্টাল কমব্যাট’ থেকে অনুপ্রাণিত হয়ে একই নামের এই সিনেমাটি নির্মাণ করা হয়েছে। ১৯৯৫ সালে মুক্তি পায় এটি। এরপর ১৯৯৭ সালে এর সিক্যুয়েল ‘অ্যানিহাইলেশনে’ মুক্তি পায়।
‘মর্টাল কমব্যাট’ ফ্রাঞ্চাইজির ভক্ত এবং চিত্রনাট্যকার গ্রেগ রুসো টুইটারে লিখেছেন, ‘এবার ‘মর্টাল কমব্যাট’ দৃশ্যগুলো বাস্তবসম্মত যা দর্শকদের আকৃষ্ট করবে।’