সভাপতি হলেন সায়নী ঘোষ

পশ্চিবঙ্গের টালিগঞ্জের চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী সায়নী ঘোষ যুব তৃণমূল সভাপতি হলেন। অন্যদিকে পদোন্নতি হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি সভাপতি থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন।

৫ জুন তৃণমূল ভবনে দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর নিজের এই সভাপতি হওয়ার খবর অভিনেত্রী জানিয়েছেন তার ফেসবুকের মাধ্যমে। তৃণমূল তৃতীয়বারের মত ক্ষমতায় আসার পর এটিই ছিল ওয়ার্কিং কমিটির প্রথম বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন মমতা ব্যানার্জি নিজেও।

এবার বিধানসভার নির্বাচনে আসানসোলের দক্ষিণ কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়েছিলেন সায়নী। তবে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের কাছে হেরে গিয়েছিলেন এই অভিনেত্রী। নির্বাচনে হেরে গেলেও সভাপতির পদটি ঠিকই আদায় করে নিলেন সায়নী ঘোষ। এখন থেকে যুব তৃণমূলের সভানেত্রী হয়ে দায়িত্ব পালন করবেন তিনি।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন