পরীমনি ও সুদীপকে নিয়ে শুটিং করার পরও তারা বাদ

গত বছর মার্চে ‘১৯৭১ সেইসব দিন’ সিনেমাটির শুটিং শুরু হয়েছিল। সত্তর দশকের প্রেক্ষাপটে ঠাকুরগাঁওয়ে শুটিং করতে দেখা গিয়েছিল পরীমনি এবং এইচবিওর সিরিয়ালে অভিনয় করা সুদীপ বিশ্বাসকে। কিন্তু এখন আর এই সিনেমায় এই দুই তারকা নেই।

পরীমনির জায়গায় অভিনয় করছেন টেলিভিশন অভিনেত্রী সানজিদা প্রীতি এবং সুদীপের পরিবর্তে আবদুন নূর সজল।

অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনকে পরিচালক হৃদি হক নিশ্চিত করেছেন, ‘তারা আর আমাদের সঙ্গে নেই। ছবির প্রয়োজনে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

পরী-সুদীপকে নিয়ে শুটিং করার পরও হঠাৎ এই পরিবর্তনের কারণ কি? হৃদি বললেন, ‘চলচ্চিত্রটি একটি বড় পরিসরের বিষয়। এখানে একটা ভাবনায় সবাই মিলে কাজ করেন। প্রতিটি টিমেরই আলাদা ভাবনা ও ওয়ার্কিং স্টাইল থাকে। সেই জায়গায় যদি একটু পার্থক্য হয় তাহলে ছবিটি ভালো হয় না। প্রতিটি টিমের প্রোফেশনালিজম ধরণ আলাদা থাকে।’

তবে কি এইদুই তারকার সঙ্গে বনিবনা হয়নি টিমের অন্যান্যদের সঙ্গে? কারণ স্পষ্ট হয়নি। শেষে তিনি যুক্ত করেন, ‘সব মিলিয়ে বলবো, ছবিটাই আমাদের কাছে প্রধান। চলচ্চিত্রের প্রয়োজনেই এই চরিত্র দুটিতে নেই পরীমণি ও দীপ।’

শুটিং প্রসঙ্গে নির্মাতা বলেন, মাত্র কয়েকটি দৃশ্যের শুটিং হয়েছিল। সেই ক্ষেত্রে সেটুকু নতুন করে করতে কোনো অসুবিধা হয়নি।

সিনেমাটিতে আরো আছেন হৃদি হকের স্বামী অভিনেতা লিটু আনাম, সজল, প্রীতি, ফেরদৌস, তারিন জামান, মামুনুর রশীদ, অর্ষা, আনিসুর রহমান মিলন, মৌসুমী হামিদ প্রমুখ।

২০১৮-২০১৯ সালের সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমার সংলাপ ও চিত্রনাট্যও লিখেছের হৃদি হক। হৃদি হক পেশায় একজন অভিনেত্রী, নাট্যকার ও পরিচালক।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন