বলিউডের সেরাদের মধ্যে বর্তমানে জনপ্রিয় গায়িকা নেহা কাক্কার। একের পর এক হিট গান যা দর্শকের মনে জায়গা করে নিয়েছে বিশাল। নেহার মিষ্টি কন্ঠের গান ও তার বল্ড লুকে সবাই যেনো পাগল।
ইন্ডিয়ান আইডল দিয়ে যার যাত্রা শুরু হয়েছিলো তবে তা ক্ষণিকের হলেও পরবর্তীতে সে আবার জনপ্রিয় হয়ে উঠে। নেহার পরিবারের সবাই গানের সাথে সম্পৃক্ত।
গত বছর লকডাউনে রোহিত প্রীতের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন তিনি।
আজ গায়িকা নেহা কাক্কার তার ইনস্টাগ্রামে ও ফেসবুক যোগাযোগের মাধ্যমে নতুন একটি সুখবর দেন যার পোস্টে ক্যাপশন ছিল ‘পছন্দ হয়’। খুব শ্রীঘ্রই ‘মতলাবি ইয়ারিয়া’ নামে বাজারে তার নতুন গান আসতে চলছে যার রিলিজ হবে নেহা’র ইউটিউব চ্যানেলে সকাল ১১টায়।
ছবিটিতে দেখা যাচ্ছে লাল রংয়ের একটি পোশাকে অসাধারণ লুক নিয়ে বসে আছেন নেহা। তার মুখে মিষ্টি হাসি। যা দেখে তার ভক্তরা রীতিমতো অবাক। অসংখ্য কমেন্ট আর লাইকের ভিড়ে তা স্পষ্টই বোঝা যাচ্ছে কতোটা মিষ্টি লাগছে নেহাকে।