পাওয়া গেল ‘রিকশা গার্ল’-এর একঝলক

গত ২ জুন মুক্তি পেল অমিতাভ রেজা চৌধুরীর চলচ্চিত্র ‘রিকশা গার্ল’-এর ট্রেইলার বা একঝলক। চলচ্চিত্রটি প্রযোজনায় আছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। ‘রিকশা গার্ল’ সিনেমাটির মাত্র ২ মিনিট ১৮ সেকেন্ডের ট্রেইলারটি নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনায় হচ্ছে।

সিনেমাটির প্রযোজক এরিক জে অ্যাডামস ২ জুন ছবির ট্রেইলারটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে জানান, এ বছরের শেষ দিকেই ছবিটি মুক্তি দেয়া হবে।

গ্রামের এক নিম্নবিত্ত পরিবারের মেয়ে রিকশা চালানোকে ঘিরে নির্মিত হয়েছে ছবিটি। এর চিত্রনাট্য লিখেছেন নাসিফ আমিন ও শর্বরী জোহরা আহমেদ। শর্বরী জোহরা আহমেদ একজন বাংলাদেশি আমেরিকান লেখিকা। তিনি ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি শো ‘কোয়ান্টিকো’র অন্যতম চিত্রনাট্যকার।

এই সিনেমায় নভেরা ছাড়াও অভিনয়ে আরো আছেন অভিনেত্রী চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভুঁইয়া, অ্যালেন শুভ্র সহ অনেকেই। সিনেমাটি কয়েকটি ভাষায় ডাবিং করা হবে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন