‘দ্য নাইট ম্যানেজার’ এর হিন্দি রিমেকে খলনায়কের চরিত্রে অভিনয় করার কথা ছিল অভিনেতা মনোজ বাজপায়ীর। মূল সিনেমাটিতে মনোজের এই চরিত্রের নাম ছিল ‘রির্চাড রোপার’। চরিত্রটি এক অস্ত্র চোরাচালানকারীর যিনি দিনের আলোয় একজন নামকরা ব্যবসায়ী। তবে সম্প্রতি জানা গেছে এই সিরিজটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মনোজ। উল্লেখ্য এই সিনেমাটিতে মূল চরিত্রে অভিনয় করছেন হৃত্বিক রোশন।
হঠাৎই কেনো এমন একটি চরিত্র থেকে বেড়িয়ে আসলেন তিনি? হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদন অনুসারে, সময় মিল না হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। তবে বলা বাহুল্য করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপে বিনোদন অঙ্গনের নানা পরিকল্পনা নষ্ট হয়ে গেছে। পিছিয়ে গেছে শুটিং সহ ছবি মুক্তির তারিখও।
তবে এই সিরিজটির শুটিং শুরু হবে পরিস্থিতি স্বাভাবিক হলে। অপরদিকে মনোজের হাতে রয়েছে আরও দুটি সিনেমার কাজ। তাই তিনি এই রিমেক ছবির সাথে নিজের শিডিউল কিছুতেই মিল করতে পারছেন না। তাই উপায় না দেখে এই সিদ্ধান্ত নিয়েছেন।