বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ালেন। রাজধানীর বস্তির সুবিধা বঞ্চিতদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে ‘সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন। সেই সুইচ বাংলাদেশের নেয়া উদ্যোগের সঙ্গে যুক্ত হলেন ফারিয়া। নিজের অব্যবহৃত নানা ব্র্যান্ডের পোশাক স্বল্প আয়ের মানুষের মধ্যে বিলিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ঈদুল আজহা উপলক্ষে পোশাকগুলো দেয়া হবে ‘সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন’কে। সংগঠনের প্রধান সমন্বয়ক মোস্তাফিজুর রহমান অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘তারকারা গরিব মানুষের পাশে দাঁড়ালে সাধারণেরা আরো বেশি উৎসাহিত হয়। এ কারণে আমরা জনপ্রিয় এই শিল্পীকে বিষয়টি জানিয়েছিলাম। তিনি আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন।’
নুসরাত জানিয়েছেন, শুটিংয়ের জন্য তার অনেক পোশাক কেনা হয়। তবে তার বেশিরভাগই পরা হয় না। তিনি আরো বলেন, এমন প্রকল্পের পাশে থাকতে পেরে তার অনেক ভালো লাগছে।