ইতালির ফ্লোরেন্স শহরে ‘তিতাস’

জাতিসংঘের বিশেষ সংস্থা ইউনিসেফ বরাবরই শিশুদের সুন্দর মানসিক বিকাশের জন্য কাজ করে থাকে। প্রতিবারই নানা রকম শিক্ষামূলক চলচ্চিত্র উৎসব আয়োজন করে তারা। তার মধ্যে একটি ইউনিসেফ ইনোসেন্টি চলচ্চিত্র উৎসব। এটি প্রতি বছর ইতালির ফ্লোরেন্স শহরে অনুষ্ঠিত হয়।

এবার ইউনিসেফ ইনোসেন্টিতে আমন্ত্রণ পেল নির্মাতা সুমন রেজার শর্টফিল্ম ‘তিতাস’।

পরিচালক সুমন রেজা জাগো নিউজ টোয়েন্টিফোরকে জানিয়েছেন, ‘এটা আমার জন্য দারুণ একটি ব্যাপার হতে যাচ্ছে। আমার চলচ্চিত্রের টিম ও সকল কলাকুশলীদের অভিনন্দন জানাই। আশা করছি এই উৎসবে সাফল্যের অংশগ্রহণ হবে আমাদের।’

‘তিতাস’ সিনেমার গল্পের আইডিয়া নির্মাতার নিজের। একটা সময় গ্রাম অঞ্চলে দুই-তিন বাড়ি মিলে একটা টিউবওয়েল বসানো হতো আর তা থেকেই পথিকরা পিপাসা মিটাতো। বর্তমানে প্রত্যেকটি বাড়িতেই টিউবওয়েল আছে তবে গোপনীয়তার কারণে তা বাড়ির আঙ্গিনায় বসানো হয়। আর তা থেকেই নির্মিত হয়েছে ‘তিতাস’। ১৫ মিনিটের এই শর্টফিল্ম দেশের গণ্ডি পেরিয়ে এখন বিদেশেও প্রশংসা পাচ্ছে।

ইতালির VOLTERRA FANTASY FILM FESTIVAL’ ও আমেরিকার Fillum International Storical & Short Flim Festival (FISSF) গুলোতে মনোনীত হয়েছে সিনেমাটি। এছাড়াও ইতালির ফিল্ম উৎসবে কোয়ার্টার ফাইনালিস্ট হিসেবে প্রতিযোগিতা করেছে এটি।

নির্মাতা আরও জানান, বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০২১ এ মনোনীত হয়েছে ‘তিতাস’। ৭ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বিকাল সাড়ে ৪টায় একযোগে ৬৪ জেলায় প্রদর্শিত হবে চলচ্চিত্রটি।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন