নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘টারজান : দ্য এপিক অ্যাডভেঞ্চারস’-এর কেন্দ্রীয় চরিত্র টারজান, অর্থাৎ অভিনেতা জো লারা সস্ত্রীক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে যুক্তরাষ্ট্রের টেনিসির একটি বিমানবন্দর থেকে একটি বাণিজ্যিক জেটে করে তিনি এবং তার স্ত্রী ফ্লোরিডার পাম বিচে যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে বিমানটি দুর্ঘটনার শিকার হয়। এই তারকা দম্পতিসহ বিমানে থাকা মোট ৭ যাত্রীর সবাই নিহত হয়েছেন নিশ্চিত করে ফেসবুকে পোস্ট দিয়েছে ‘রাদারফোর্ড কাউন্টি ফায়ার এন্ড রেসকিউ’ কর্তৃপক্ষ। বিমানটি টেনিসির নাশভিলের একটি লেকে বিধ্বস্ত হয়। শনিবার রাতের মধ্যে স্থানীয় প্রশাসন উদ্ধার কাজ শুরু করে।
জো একাধারে মার্কিন অভিনেতা, মার্শাল আর্টিস্ট ও সংগীতশিল্পী। একসঙ্গে টিভি ও চলচ্চিত্রে কাজ করেছেন। তবে তাকে এখনো চেনা হয় ওই ‘টারজান’ হিসেবেই। সিনেমা ও টিভিতে ২০ বছর কাজ করার পর ২০০২ সালে তিনি অভিনয় জীবনের ইতি টানেন এবং সংগীতে মনোনিবেশ করেন। তার স্ত্রী গোয়েন শ্যামব্লিন লারা একজন লেখক ও ডায়েট বিশেষজ্ঞ। গোয়েন বেশ কয়েকটি সংগঠনের প্রতিষ্ঠা।