কবে আসবে ‘ঠান্ডা’

পরিচালক কাজল আরেফিন অমি অনেক দর্শকপ্রিয় নাটক পরিচালনা করে তুমুলভাবে আলোচিত হয়েছেন। বিশেষভাবে ‘ব্যাচেলর পয়েন্ট’ তার তৈরি অন্যতম সেরা ধারাবাহিক নাটক।সম্প্রতি নির্মাতা অমির পরিচালনায় নতুন একটি ওয়েব সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। অভিনেতা মারজুক রাসেল, মিশু সাব্বির, চাষী আলম ও পলাশকে নিয়ে ‘ঠান্ডা’ নামের ওয়েব ফিল্মটি মুক্তি পাবে জিফাইভ গ্লোবাল প্লাটফর্মে।

রাজধানীতে বসবাসরত চার ব্যাচেলরের প্রতিদিনের জীবনকে ঘিরে এই ওয়েব ফিল্মটি নির্মিত হয়েছে। অসহ্য গরম থেকে বাঁচতে ঠান্ডা খুঁজে বেড়ায় তারা। পরিচালকের মতে এটি একটি ফুল অব এন্টারটেন্টমেন্ট কন্টেন্ট। ইতিমধ্যে জিফাইভের ফেসবুক পেজে ‘ঠান্ডা’ ওয়েব ফিল্মটির পোস্টারও মুক্তি দেয়া হয়েছে।

১০ জুন ভারতীয় ওটিটি প্লাটফর্ম জিফাইভে ‘ঠান্ডা’ ওয়েব ফিল্মটি বিনামূল্যে দেখা যাবে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন