বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান বেশকিছু দিন আগে করণ জোহরের ‘দোস্তানা-২’ সিনেমা থেকে বাদ পড়েন। এবার শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেড চিলিজ’-এর ‘ফ্রেডি’ থেকে বাদ দেয়া হলো তাকে। পরিচালক অজয় বহেলের এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধার কথা ছিল কার্তিক ও ক্যাটরিনার।
বলিউড হাঙ্গামার ধারণা, অভিনেতা সিনেমায় কাজ করতে রাজি হয়ে চিত্রনাট্যে বেশকিছু পরিবর্তন আনতে বলেছিলেন। এই আচরণের কারণেই হয়তো ফ্রেডি থেকে তাকে বাদ পড়তে হলো। ফলে বায়নার ২ কোটি রুপি তাকে ফিরিয়ে দিতে হয়েছে। তবে এই ব্যাপারে রেডচিলিজ মুখ খুলেনি।
অনেকে বলছেন, পরপর একাধিক সিনেমা থেকে বাদ হওয়া ভালো লক্ষণ নয়; ক্যারিয়ারের জন্য ঝুঁকিপূর্ণ। যাহোক, তবে কার্তিকের হাতে কিছু কাজ এখনো আছে। খুব শ্রীঘ্রই নেটফ্লিক্সে তার ‘ধামকা’ মুক্তি পাবে। আর ‘ভুলভুলাইয়া-২’ সিনেমা তো হাতে রইলই।