সালমানের ছবি নিয়ে আর মুখ খুলবেন না তিনি

সম্প্রতি ‘রাধে, ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমা নিয়ে সমালোচনা করায় চলচ্চিত্র-সমালোচক কমল রশিদ খানের বিরুদ্ধে মানহানির মামলা করেন সালমান খান। আদালত থেকে তার বাড়িতে নোটিশও পাঠানো হয়। সেই নোটিশের ছবিসহ রশিদ খান টুইট করে জানিয়েছিলেন এসব তথ্য।

রশিদ খান জানিয়েছিলেন, তিনি রিভিউ দিয়েছেন তার ফলোয়ারদের জন্য এবং তিনি কাজ করেই যাবেন, তাকে আটকানোর চেষ্টা করে লাভ হবে না। এতো সাহসিকতার পরিচয় দিয়ে কি লাভ হলো? এখন শোনা গেলো উল্টো কথা।

সমালোচক রশিদ খান ২৬ মে রাধে নিয়ে আরেকটি রিভিউ দেবেন বলে টুইট করেছিলেন। অনুসারীদের ধারণা ছিল, কেআরকে নিশ্চয়ই বিস্ফোরক কিছু একটা দেবেন। কিন্তু হুট করেই জানালেন আর কোনো রিভিউ দেবেন না তিনি।

টুইটারে তিনি লিখেছেন, ‘আমি অনেবার বলেছি যে আমি কোনো প্রযোজক, অভিনেতার চলচ্চিত্র পর্যালোচনা করি না, যদি না তারা আমাকে পর্যালোচনা করতে বলেন। “রাধে” পর্যালোচনা করায় আমার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন সালমান। এর অর্থ তিনি আমার পর্যালোচনা দ্বারা খুব বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অতএব, আমি আর তার ছবির রিভিউ করব না।’ সেই সঙ্গে কেআরকে জানিয়ে দেন, ২৬ মের ভিডিওই হবে তার শেষ ভিডিও।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন